বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লা সিটি নির্বাচন ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থককে গুলির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট

কুমিল্লা সিটি নির্বাচন ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থককে গুলির অভিযোগ

কুমিল্লার মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের সমর্থককে গুলির অভিযোগ উঠেছে। শনিবার (৯ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ অভিযোগ করেন ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

তিনি বলেন, সাধারণ মানুষ ভোট দিতে কেন্দ্রে আসার চেষ্টা করছে। কিন্তু বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীদের এনে পাড়া-মহল্লায় ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে। ৩ নম্বর ওয়ার্ডে জাবেদ কাউন্সিলরের নেতৃত্বে আমার এজেন্টের ওপর হামলা করা হয়েছে। ২২ ওয়ার্ডের কাউন্সিলর আজাদ ও যুবলীগনেতা অপুর নেতৃত্বে পরিবহন শ্রমিকদের সঙ্গে নিয়ে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থক জহিরুল আহমেদকে গুলি করা হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোটারদের উদ্দেশ্য করে কায়সার বলেন, তারপরও বলবো ভোটারদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই। ভোটের পরিবেশ এখন পর্যন্ত যতটুকু আছে আমি বলতে পারি আপনারা কেন্দ্রে আসতে পারেন। পর্যাপ্ত নিরাপত্তা আছে। তাছাড়া এসব বিষয়ে আমি কমিশনকে অবগত করেছি।

সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হবে বিকেল ৪টায়। সিটিতে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৫৬২ জন। নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন, পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন।

মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলির বিষয়ে প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল জাগো নিউজকে বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে। তাৎক্ষণিক বিষয়টি আমি ম্যাজিস্ট্রেটকে অবগত করেছি।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:০১ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com