শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গ্রেফতারকৃত সাংবাদিকদের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দাবি ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজে’র

  |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

greftar-kor-shangbadikde

স্টাফ রিপোর্টার : দৈনিক ইনকিলাবের গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি ও পত্রিকাটির ছাপাখানা ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার দাবি জানিয়েছে রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাব চত্বরে এক সমাবেশে সংগঠনটি এ দাবি জানান। সমাবেশে ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী বলেন, সরকার একের পর এক গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে। এতে সাংবাদিকরা বেকার হয়ে যাচ্ছে। তাদের পরিবার ও পরিজনের মধ্যে হতাশা নেমে আসছে। তিনি আরও বলেন, আমাদের সহকর্মীরা বেকার হয়ে যাবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইনকিলাবের গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তি দিতে হবে। প্রশাসন এই দাবি মেনে না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি ডিআরইউ সদস্যদের স্বার্থরক্ষায় যা করা দরকার তাই করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রশাসনকে অতীত থেকে শিক্ষা নেয়ারও আহবান জানান। সংগঠনের সেক্রেটারি ইলিয়াস খান বলেন, বর্তমান সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে না। তারা একের পর এক গণমাধ্যম বন্ধ করে দিচ্ছে। সরকার আমাদের প্রিয় সহকর্মী সাগর-রুনীর খুনিদের আজ পর্যন্ত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে পারেনি। সরকার খুনিদের শাস্তি না দিয়ে একের পর এক টেলিভিশন ও পত্রিকা বন্ধ করে দিচ্ছে। এটি গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে তিনি অভিহিত করেন। তিনি অবিলম্বে আমার দেশ, চ্যানেল ওয়ান, দিগন্ত ও ইসলামিক টেলিভিশনসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান বলেন, যেভাবে একটির পর একটি গণমাধ্যম বন্ধ করে দেয়া হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে মত প্রকাশের কোনো সুযোগ থাকবে না। দৈনিক ইনকিলাব পত্রিকা সরকারের অপকর্মের খবরগুলো প্রকাশিত করে আসছিল।

তারা এটি সহ্য না করতে পেরে পত্রিকাটির প্রেস সিলগালা করেছে। তিনি অবিলম্বে দৈনিক ইনকিলাব পত্রিকা খুলে দেয়ার আহ্বান জানান। নইলে সাংবাদিক সমাজ গণআন্দোলনের মাধ্যমে বন্ধ গণমাধ্যমগুলো মুক্ত করার ব্যবস্থা করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন ডিআরইউ সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মুরসালিন নোমানী, দফতর সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, আপ্যায়ন সম্পাদক মোস্তফা কাজল ও ডিইউজে একাংশের যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত প্রমুখ।

একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের চত্বরে সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। গতকাল সকালে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ডিইউজে’র সাবেক সভাপতি আবদুস শহিদ, বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী, ডিইউজে আমার দেশ ইউনিট চিফ বাছির জামাল, ডিইউজে যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত, প্রচার সম্পাদক আকন আবদুল মান্নান, দৈনিক সংগ্রাম ইউনিট চিফ শহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তৃতায় রুহুল আমিন গাজী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৈনিক ইনকিলাবের ছাপাখানার তালা খুলে দেয়া এবং গ্রেফতারকৃত ৩ সাংবাদিককে মুক্তির দাবি জানান। না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:০৫ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com