শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৃহত্তর জুমার নামাজে অংশ নিতে টঙ্গীমুখী মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

বৃহত্তর জুমার নামাজে অংশ নিতে টঙ্গীমুখী মুসল্লিরা

আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠছে ইজতেমা ময়দান। রাজধানীর উপকণ্ঠে কহর দরিয়া খ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে ১৬০ একর জায়গায় বিস্তৃত এই ময়দান।

আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলনের ৫৭তম বিশ্ব ইজতেমা।

ইজতেমা উপলক্ষে বিভিন্ন জেলার মুসল্লি বাস, ট্রেন ও নৌ-পথে ময়দানে প্রবেশ শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে বয়ান শুরু হয়েছে। বয়ান করেন ভারতে মাওলানা আহমেদ লাট। এসময় বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা ফারুক। এরপর বাদজোহর বয়ান করেন মাওলানা রবিউল হক, বাদ আছর মাওলানা ফারুক সাহেব, বাদ মাগরির মাওলানা ইব্রাহীম। দুপুরে ময়দান পরিদর্শনে আসেন ধর্ম প্রতিমন্ত্রী।

 

কাল শুক্রবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা আহম্মেদ বাটলার, বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়াউল হক। জুমা পড়াবেন কাকরাইল মসজিদের ঈমাম মাওলানা যোবায়ের। বাদ জুমা নামাজের বয়ান করবেন জর্ডানের খতিব ওমর, বাদ আছর মাওলানা যোবায়ের ও বাদ মাগরির  মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন।

ইতোমধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, চীন, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, দুবাই, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্যসহ ৪০টি দেশের প্রায় এক হাজার বিদেশি মেহমান ইজতেমা ময়দানে অবস্থান করছেন।

বৃহত্তর জুমার নামাজে অংশ নিতে মুসল্লির ঢল এখন টঙ্গীমুখী। ময়দানে আগত এক মুসল্লি সাইফুল ইসলাম বলেন, রাতে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু কোনো মুসল্লি ময়দান ছেড়ে যান নাই। তাদের একটাই কথা এখানে এসেছেন, আল্লাহকে রাজি খুশি করতে। তাই যতই ঝড় তুফান কিংবা বৃষ্টি আসুক ময়দান ছেড়ে কেউ যাবেন না।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, মুসল্লিদের নিরাপত্তায় ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ছয় হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহনীর সদস্য থাকবেন। ইজতেমা ময়দানের সব প্রবেশ পথে ক্লোজ সার্কিট ক্যামেরা ও বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে। ময়দানে আসা মুসল্লিদের সেবায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরাপত্তায় নিয়োজিত আছেন। পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।

আজ দুপুরে বিশ্ব ইজতেমা ময়দানের পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের মাঠে বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোল রুমের সামনের প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ, টঙ্গী জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান, ট্রাফিকের ডিসি মো. আলমগীর হোসেন, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাখওয়াত হোসেন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫৫ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com