নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের (১৩, ১৯ ২০ ওয়ার্ডের) কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীকে রাজধানীর শাহবাগ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, জরুরি বিভাগের চিকিৎসক তাকে পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
তবে কিভাবে সে অচেতন হয়েছেন, কেউ কোন খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কিনা, নাকি কোন অজ্ঞান পার্টির খপ্পরে পরেছেন, তার কিছুই জানা যায়নি। তিনি সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Posted ০৮:৫৬ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain