
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
আজ রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে এমটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বাসটি মিরপুর সুপার লিংক পরিবহনের বলে জানা যায়।
Posted ১৬:০৩ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain