বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুষ্ঠানের জন্য রুট পারমিট পেতে ডিএমপির ৯ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

অনুষ্ঠানের জন্য রুট পারমিট পেতে ডিএমপির ৯ নির্দেশনা

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান বনভোজনের আয়োজন করে। এছাড়াও বিভিন্ন ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে অংশগ্রহণ ও যাতায়াতের ক্ষেত্রে রুট পারমিটের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

 

ঢাকা শহরের যানজট নিরসনে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, এ জাতীয় উৎসব বা অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট/ডিএমপি ট্রাফিক বিভাগের অনুমতি চেয়ে আবেদন করেন অনেকে। কিন্তু অনেক ক্ষেত্রে দাখিল করা আবেদন যথাযথ মাধ্যমে ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয় না। ফলে আবেদনকারীকে যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট প্রদান করা সম্ভব হয় না।

 

এ অবস্থায় সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে কিছু শর্ত মেনে আবেদন করতে বলা হয়েছে।

আদেশে যেসব বিষয় উল্লেখ করা হয়

১. আবেদনপত্র অবশ্যই পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে বে।

২.আবেদনে উল্লিখিত গাড়িগুলোর রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে।

 

৩. অস্থায়ী রুট পারমিটের আবেদনপত্র ভ্রমণের ৩ দিন আগে ওই ঠিকানায় জমা দিতে হবে।

 

৪. আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে।

৫. আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে।

 

৬. অস্থায়ী রুট পারমিট শুধু আবেদনে উল্লিখিত সময়ের জন্য প্রযোজ্য হবে।

৭. ডিএমপি ট্রাফিক বিভাগ প্রদত্ত অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে সংরক্ষণ করতে হবে এবং সড়কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে।

 

৮. কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যেকোনো সময় বাতিলের অধিকার সংরক্ষণ করবে।

 

৯. অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১৪ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com