
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট
গোপন কক্ষে প্রবেশ এবং ভোটদানে প্রভাবিত করায় গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে একজন এবং ১০১ নম্বর কেন্দ্রে একজনকে আটক করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং করে দুইজনকে আটকের নির্দেশনা দিয়েছে ইসি। এক কমিশনার এ তথ্য জানিয়েছে।
ইসি জানায়, গাজীপুর সিটির ১০৩ নম্বর কেন্দ্রে একজনকে তিন দিন আটক রাখার আদেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট। ইসি ঢাকা থেকে সিসিটিভি দেখা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া, ১০১ নম্বর কেন্দ্রে আব্দুর রহিম নামে একজন আটক করা হয়েছে। গোপন কক্ষে প্রবেশ এবং ভোটদানে প্রভাবিত করায় তাদের আটক করা হয়েছে বলে জানায় ইসি।
Posted ০৯:৪৩ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain