
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে রাস্তার মাথা উপজেলা মডেল মসজিদের পাশে এ ঘটনা ঘটে। তবে কী কারণে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, ভোর ৪টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় দুটি ইউনিট। তারা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুনের সূত্রপাত, তা বলা যাচ্ছে না।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, বাসগুলো মহাসড়কের পাশে গ্যারেজে ছিল। সেখানে পাহারাদারও ছিল। তারাও কিছু বলতে পারছে না। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
Posted ০৬:৫৬ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain