
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রামের পাহাড়তলীতে গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল পৌনে ১০টার দিকে ওই গ্যাসলাইনের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদফতরের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, সকাল সোয়া ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদফতরের পাশে ওই গ্যাস লাইনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
Posted ০৭:২৭ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain