
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
রাজবাড়ীতে জেলাজুড়ে ঝোড়ো বাতাসহ বৃষ্টিপাত হয়েছে। জেলার কয়েকটি উপজেলায় শিলাবৃষ্টিও হয়েছে।
শনিবার বিকেলে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে বৃষ্টি হয়। রাজবাড়ীর পাংশা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এ সময় উপজেলার চান্দুর মোড় এলাকা থেকে পাঁচ কেজি ওজনের একটি শিলা উদ্ধার করেছেন স্থানীয়রা। এটি দেখতে অনেকে ভিড় করছেন।
শিলাটি উদ্ধারের পর পরিমাপ করলে পাঁচ কেজি ওজন হয় বলে দাবি করেন স্থানীয়রা। এত বড় শিলা আগে কখনো দেখেননি বলেও জানান তারা।
স্থানীয় দোকানদার হালিম জানান, শিলাটি পড়ার পর এর ওজন ছিল পাঁচ কেজি। সূএ :ডেইলি-বাংলাদেশ
Posted ১৬:৪৮ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain