নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ মার্চ ২০২৪ | প্রিন্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
রোববার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ভারতের সঙ্গে এই বন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ আছে অভ্যন্তরীণ সব কার্যক্রম। আগামীকাল সোমবার থেকে আবারো আমদানি-রফতানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফ জানান, বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
Posted ০৫:৪০ | রবিবার, ১৭ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain