নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বেনাপোলের ভবারবের গ্রামের একটি পুকুরের ঝোপের মধ্যে থেকে ২১টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে অভিযান চালিয়ে এ ককটেল গুলো উদ্ধার করা হয়।
যশোর র্যাবের মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে এমন খবরে অভিযান চালিয়ে ২১টি ককটেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ককটেল বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। ককটেল মজুদকারীদের শনাক্ত ও গ্রেফতারে র্যাব-৬ যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত ককটেল জব্দতালিকা মূলে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
Posted ০৭:০৮ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain