নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
নেত্রকোনা-৫ আসনের পূর্বধলায় জাল ভোট দেওয়ার সময় তিন কিশোরকে আটক করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকাল ১০টার দিকে পূর্বধলা উপজেলার ‘বাদে পুটিকা উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়।
ওই তিন কিশোরের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের প্রত্যেকের বাড়ি ‘বাদে পুটিকা’ গ্রামে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ‘বাদে পুটিকা উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে জাল ভোট দিচ্ছিল তিন কিশোর। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. খবিরুল আহসানের চোখে পড়লে তাদের আটক করেন তিনি।
এদিকে নেত্রকোনা -৫ (পূর্বধলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম সোহেল দাবি করেছেন, ওই তিন কিশোর নৌকার পক্ষে জাল ভোট দিচ্ছিল।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের প্রার্থীরা হচ্ছেন – নৌকার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বতন্ত্র ট্রাক প্রতীকে মাজহারুল ইসলাম সোহেল ফকির, স্বতন্ত্র ঈগল প্রতীকে সাবেক জাবি ভিসি মো. আনোয়ার হোসেনসহ মোট পাঁচজন। তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
Posted ০৬:০২ | রবিবার, ০৭ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain