নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট
হাইকোর্ট থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য চুয়াডাঙ্গার নিম্ন আদালতে জামিন আবেদন করলে বিএনপি-জামায়াতের ৪৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় বিচারক একে একে জামিন আবেদন নাচক করলে আলাদত থেকে পালিয়ে যান ৫০ জন জামায়াত-বিএনপির নেতা-কর্মী।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি দলীয় আইনজীবী অ্যাডভোকেট শাহাজাহান মুকুল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৮টি নাশকতা মামলায় মহামান্য হাইকোর্ট থেকে পাওয়া জামিনের মেয়াদ ৩১ মার্চ শেষ হবে। এ জন্য আজ বৃহস্পতিবার ১০৭ জন নেতা-কর্মী চুয়াডাঙ্গা আদালতে জামিন আবেদন করেন। বিচারক তিনজনকে জামিন দিলেও ৪৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় প্রায় ৫০ জন নেতা-কর্মী চলে যান। তারা আমাকে জান জানিয়ে ও আলোচনা না করেই চলে চলে গেছেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ ঢাকা পোস্টকে বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগ, পুলিশ-প্রশাসনসহ সব কিছু হাতের মধ্যে নিয়ে নিয়েছে। মানুষের বিচার বিভাগের প্রতি যে আস্থা ছিল, সেটিও হারিয়ে যাচ্ছে। তারা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছে।
আদালত থেকে ৫০ জন পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা আদালতে হাজির হননি। তাদের তো আমরা চিনি না। যে ৫১ জন হাজির হয়েছিলেন, এর মধ্যে ৪৭ জনকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
Posted ১৬:১৯ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain