নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট
ফরিদপুরের বাজারে আকার ভেদে একটি তরমুজ বিক্রি করা হচ্ছিল ৭০০ থেকে ৮০০ টাকা দরে। অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালান বাজারে। অভিযানকালে বেশি দামে তরমুজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এরপরই বাজারে কমে যায় তরমুজের দাম।
শনিবার (১৬ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শহরের থানা রোড ও তিতুমীর বাজার ফলপট্টি এলাকা, হাজরাতলার মোড়সহ বিভিন্ন এলাকায় তরমুজ, খেজুর ও ইফতার সামগ্রীর দোকানে তদারকিমূলক এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
এ সময় তিতুমীর বাজার ফলপট্টি এলাকায় বেশি দাম নেওয়ায় তরমুজ ব্যবসায়ী আব্দুল্লাহ সিকদারকে দুই হাজার টাকা ও শহরের হাজরাতলার মোড় এলাকায় খেজুরের পাইকারি আড়তদার মেসার্স হাবিব ফল ভান্ডারকে হালনাগাদ মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, তরমুজের বাজারে তদারকি করায় ৮০০ টাকার তরমুজ ৫২০ টাকায় নেমে আসে। অন্যান্য আকারের তরমুজেরও দাম কমে। ফলে ক্রেতারা তুলনামূলক কম দামে তরমুজ কিনতে পেরেছে। এছাড়াও অন্যান্য ইফতার সামগ্রীর দামও তদারকি করা হয়েছে যাতে বেশি দাম নিয়ে গ্রাহককে কোনো ক্রেতা না ঠকান।
Posted ১৪:২৪ | শনিবার, ১৬ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain