সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৪ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মার্চ ২০২৪ | প্রিন্ট

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৪ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

লন্ডন থেকে : ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক আনসার আহমেদ উল্লাহকে সভাপতি ও ডিবিসি টিভির যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমেদকে সাধারণ সম্পাদক এবং জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিভিউটিং রিপোর্টার এসকেএম আশরাফুল হুদাকে ট্রেজারার করে ২০২৪ খ্রীস্টাব্দের ১৫ সদস্য নতুন কার্যকরী কমিটি গঠন করেছে ব্রিটেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল রিপোর্টার্সদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি। রবিবার (৩ মার্চ ২০২৪) বিকেলে পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বিদায়ী সভাপতি ডেইলী উত্তরপূর্ব ও দৈনিক তৃতীয়মাত্রার যুক্তরাজ্য প্রতিনিধি প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরীর সভাপতিত্বে ও ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহযোগী সম্পাদক মো. সাজিদুর রহমানের পরিচালনায় প্রথমে অতিথিদের স্বাগত জানিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে ২০২৩ খ্রীস্টাব্দের রিপোর্ট তুলে ধরেন সেক্রেটারী ও ট্রেজারার।

পরে এ অনুষ্ঠানে ২০২৩ খ্রীস্টাব্দে অনুসন্ধানী সেরা রিপোর্টের জন্য সংগঠনের সদস্য জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিভিউটিং রিপোর্টার এসকেএম আশরাফুল হুদাকে বেস্ট রিপোর্টার অব দ্যা ইয়ার ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবগঠিত ২০২৪ খ্রিস্টাব্দের কার্যকরী পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন – ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ সভাপতি, সিনিয়র সহসভাপতি ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহযোগী সম্পাদক মো. সাজিদুর রহমান, সহসভাপতি বিশ্ববাংলা নিউজ২৪ এর চেয়ারম্যান সাহেদা আর রহমান, সহসভাপতি ২৬ শে টেলিভিশনের সিইও জামাল আহমদ খান।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- ডিবিসি টিভির যুক্তরাজ্য প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক ইউকেবাংলা গার্ডিয়ানের ম্যানেজিং এডিটর মুহাম্মদ সালেহ আহমদ, সহকারী সাধারণ সম্পাদক হলেন – আজকের সিলেটের সহকারী সম্পাদক আজিজুল আম্বিয়া , ট্রেজারার জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিভিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হুদা,সহকারী ট্রেজারার সিলেট মিররের মির্জা আবুল কাসেম, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আব্দুল বাছির, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী হলেন নিউজ২৪ ও এটিএন বাংলা ইউকের ম্যানচেষ্টার প্রতিনিধি আমিনুল হক, ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারী হলেন হবিগঞ্জ এক্সপ্রেসের এ রহমান অলি। ইসি মেম্বার হলেন- দৈনিক তৃতীয় মাত্রার যুক্তরাজ্য প্রতিনিধি মতিয়ার চৌধুরী, ঢাকা পোস্ট এর যুক্তরাজ্য প্রতিনিধি, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান ও সিনেবাজ টাইমস এর সুনাহর আলী।

অভিষেক অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন- রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক তৎপরতা ও উন্নয়ন আরো গতিশীল করার পাশাপাশি বিলেতে গুণী সাংবাদিকদের পূর্বের ন্যায় ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড এবছরও প্রদান করা, নিজেদের তথা রিপোর্টার্সদের প্রশিক্ষণ, সভা, সেমিনার, সাংগাঠনিক ট্যুর, শিক্ষাউন্নয়ন সহায়তা প্রজেক্ট গ্রহণ, ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে আরো ব্যাপক ভূমিকা পালন করবে।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন- ব্রিটেনের কার্ডিফ কাউন্সিলের হনারেবল লর্ড মেয়র ড. ববলিন মলিক, কাউন্সিলর চেয়ার ও ফাস্ট সিটিজেন অব নিউহাম কাউন্সিল রহিমা রহমান, ক্যামডেন সিটি মেয়র কাউন্সিলর নাজমা রহমান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির হনারেবল মেম্বার ও বাংলাদেশ হাইকমিশন লন্ডনের মিনিস্টার ( প্রেস) আশিকুন নবী চৌধুরী এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার মেম্বার, ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন – কবি মাশূক ইবনে আনিস, অধ্যাপক মল্লিক মোসাদ্দেক, সাপ্তাহিক জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সাবেক স্পিকার আহবাব হোসেইন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, দ্যা এডিটর২৪ এর সম্পাদক আহাদ চৌধুরী বাবু, বিসিএ সেক্রেটারী মিটু চৌধুরী , সাবেক ট্রেজারার সাংবাদিক মিজানুর রহমান মীরু, জগন্নাথপুর টাইমস এর কন্টিভিউটিং রিপোর্টার মুহাম্মদ সালেহ আহমদ

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৪ | সোমবার, ০৪ মার্চ ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com