বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদের অংশ নেওয়া উচিত: ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদের অংশ নেওয়া উচিত: ভিপি নুর

সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনগুলোও বর্জন করেছে বিএনপিসহ বেশকিছু বিরোধী দল। ঘোষণা দিয়ে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে যায়নি দলগুলো। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার মতে, বিরোধী দলগুলোর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া উচিত। সরকারকে বিনা যুদ্ধে রাজ্য দখলের সুযোগ দেওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে টাউন ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর বলেন, ‘উপজেলা নির্বাচন উপহাসে পরিণত হয়েছে। যদিও আমি মনে করি বিরোধী দলগুলোর সম্মিলিতভাবে উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। নির্বাচন বর্জন করার বিনাযুদ্ধে রাজ্য দখল করে নিচ্ছে তারা।’

নুর বলেন, ‘ফ্যাসিবাদের পতন মুহূর্তের মধ্যে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য তরুণ-যুবকদের এগিয়ে আসতে হবে। এতদিন অনেক রথি-মহরথিরা জোট গঠন করেছেন, ফ্রন্ট গঠন করে জাতির সর্বনাশ করেছেন। তারা দেশও জনগণের মুক্তি এনে দিতে পারেননি।’

গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আলমগীর কবীর শিফতির সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, সিনিয়র সহ-সভাপতি আল আমীনসহ অন্য নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়েদ পাঠান।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:২০ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com