সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিআইএ’র সব অপকর্ম জানতেন টনি ব্লেয়ার

  |   সোমবার, ০৭ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

সিআইএ’র সব অপকর্ম জানতেন টনি ব্লেয়ার

toni blaer

রয়টার্স : ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে বিশ্বব্যাপী যত অপকর্ম করেছে তার পুরোটাই জানতেন তত্কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এ খবর দিয়েছে।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন স্থান থেকে কথিত সন্ত্রাসীদের অপহরণ ও নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন ব্লেয়ার।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর পাশাপাশি তার পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র’কেও এসব খবর নিয়মিত জানাত ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স। নিরাপত্তা সূত্রটি বলেছে, রাজনীতিবিদরা নির্যাতনসহ প্রতিটি বিষয়ে বিস্তারিত জানতেন। তারা (এমআইসিক্স’কে) বলতে পারতেন, ‘এসব বন্ধ কর, তোমরা এগুলোতে জড়িও না, কিন্তু তারা এ ধরনের কথা কখনোই বলেননি।’

সূত্রটি জানায়, সে সময় সিআইএ পানিতে চুবানোসহ অকথ্য নির্যাতনের মাধ্যমে যে স্বীকারোক্তি আদায় করত তার পক্ষে যুক্তি তুলে ধরেছিল তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসন। প্রেসিডেন্ট বুশ ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ারের সঙ্গে আলাপকালে এ ধরনের নির্যাতনকে ‘বৈধ’ বলে তুলে ধরেছিলেন। এর আগে তত্কালীন এমআইসিক্স প্রধান রিচার্ড ডিয়ারলাভ ২০১২ সালে বলেছিলেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের ঘটনায় সিআইএ’র সঙ্গে এমআইসিক্স যে সহযোগিতা করেছিল তার সিদ্ধান্ত নিয়েছিল রাজনৈতিক নেতৃত্ব।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২৭ | সোমবার, ০৭ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com