শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব যখন ‘বাবুর্চি’

  |   শনিবার, ২০ এপ্রিল ২০১৯ | প্রিন্ট

সাকিব যখন ‘বাবুর্চি’

আইপিএলে এবার মাঠেই নামতে পারছেন না তিনি। প্রথম ম্যাচ খেলার পর টানা ৭ ম্যাচ রয়েছেন বেঞ্চেই। তাই বলে যে একেবারেই অলস সময় কাটাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, তা অবশ্য নয়।

দেশে ‘সাকিবস ৭৫’ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে সাকিবের। সে রেস্টুরেন্টে সাকিব কখনো বাবুর্চি সেজেছেন কিনা- এমন তথ্য পাওয়া যায়নি। তবে সানরাইজার্স হায়দরাবাদের রান্নাঘরে ঠিকই বাবুর্চির সাজে রান্নার খেলায় মেতেছেন সাকিব।

অবশ্য সাকিব একা নন। শুক্রবার পুরো হায়দরাবাদ দলের সব খেলোয়াড়ই মেতেছিলেন রান্নার প্রতিযোগিতায়। দলের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার এবং পেস বোলিং অলরাউন্ডার বিজয় শঙ্করের নেতৃত্বে ‘টিম ভুবি’ ও ‘টিম বিজয়’ নামে দুই দলে ভাগ হয়ে রান্নার উৎসবে মাতেন দলের খেলোয়াড়রা।

যেখানে টিম বিজয়ে ছিলেন সাকিব। তার দলে ছিলেন রশিদ খান, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল, বিলি স্ট্যানলেক, সন্দ্বীপ শর্মারা। অন্যদিকে টিম ভুবিতে ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, ইউসুফ পাঠানরা।

দুই দলের এ রান্নার প্রতিযোগিতায় জিতেছে কারা তা অবশ্য জানায়নি হায়দরাবাদ কর্তৃপক্ষ। তবে হেরেছেন নিশ্চিতভাবে দীপক হুদা। কারণ গতকাল ছিলো তার জন্মদিন। রান্নাবান্নার প্রতিযোগিতা শেষে হুদাকে নিয়ে কেক কাটেন হায়দরাবাদের খেলোয়াড়রা। যেখানে কেক কাটার পর পুরোটাই মাখিয়ে দেয়া হয় তার মুখে। সবমিলিয়ে আনন্দ উৎসবের মধ্যেই শুক্রবারটা কাটিয়েছেন সাকিবরা।

তবে মাঠের খেলায় খুব একটা আনন্দের সুযোগ নেই সাকিব বা হায়দরাবাদের। কারণ এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জিততে পেরেছে হায়দরাবাদ, অবস্থান করছে টেবিলের পাঁচ নম্বরে। প্লে অফে যেতে হলে বাকি থাকা ৬ ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে তাদের। রোববার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে হায়দরাবাদ।

এদিকে হায়দরাবাদের চেয়েও বাজে আইপিএল কাটাচ্ছেন সাকিব আল হাসান। গত আসরের সব ম্যাচ খেলা সাকিব এ আসরে এখনো পর্যন্ত সুযোগ পেয়েছেন মাত্র একবার।

মৌসুমে হায়দরাবাদের প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি সাকিব। পরে বল হাতে ১ উইকেট শিকার করলেও ৩.৪ ওভারে খরচ করেন ৪২ রান। যে কারণে পরের ৭ ম্যাচের একটিতেও তাকে সেরা একাদশে জায়গা দেয়নি হায়দরাবাদ।

ঢাকাটাইমস

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪১ | শনিবার, ২০ এপ্রিল ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com