শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া বিশ্বকাপে র‌্যাংকিং কোনো ফলাফল হয়নি

  |   রবিবার, ০১ জুলাই ২০১৮ | প্রিন্ট

রাশিয়া বিশ্বকাপে র‌্যাংকিং কোনো ফলাফল হয়নি

এবারের বিশ্বকাপে প্রথম সারির দলগুলো তাদের প্রত্যাশা ও প্রাপ্তি চেয়ে খারাফ খেলছে।এক এক করে শীর্ষে র‌্যাংকিংয়ে থাকা দলগুলো তাদের ভক্তদের হতাশ করে বিদায় নিচ্ছেন।ঘটন অঘটনের মধ্যে দিয়ে জমে উঠছে রাশিয়া বিশ্বকাপ। পর্তুগালের সঙ্গে ড্রয়ে শুরু করে স্পেন। তবুও বলব, তারা ভারসাম্যপূর্ণ দল। স্বাগতিক হওয়ার সুবিধা পেয়ে দ্বিতীয় রাউন্ডে এসেছে রাশিয়া। সবদিক দিয়ে শক্তিশালী দল স্পেন। এই দলটিকে আটকানোর ক্ষমতা নেই রাশিয়ার।

সৌদি আরব ও মিসরের বিপক্ষে জিতেছে রাশিয়া। তাদের আসল রূপ দেখা গেছে উরুগুয়ের বিপক্ষে। যেখানে হেরেছে তারা ৩-০ গোলে।

স্বাগতিকদের মূল শক্তি গোলকিপার ইগোর আকেনফিভ। তার ওপরই নির্ভর করবে রাশিয়ার ভাগ্য। মিডফিল্ডার এন্তন মিরানচুক ও কুজায়েভ খেলছেন ভালো।

দেনিস চেরিশেভ একটু বেশিই ভালো খেলছেন। গোল করেছেন তিনটি। আক্রমণাত্মক খেলতে হবে তাদের। আর তা না হলে স্পেনের আক্রমণ রুখতে ডিফেন্সিভ খেলতে হবে।
সবদিক বিবেচনা করে ম্যাচে আমি স্পেনকেই এগিয়ে রাখব। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ডেনমার্ক। গ্রুপপর্বে আর্জেন্টিনাকে দাঁড়াতেই দেয়নি ক্রোয়েশিয়া। র‌্যাংকিংয়ে এগিয়ে ডেনমার্ক (১২)। ক্রোয়েশিয়া ২০। বিশ্বকাপে র‌্যাংকিং যে কোনো কাজে আসে না তার প্রমাণ জার্মানি।

র‌্যাংকিংয়ে শীর্ষ দলটিকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে ৫৭ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া। ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচ ও রাকিতিচ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

আর্জেন্টিনার বিপক্ষে সুযোগের সদ্ব্যবহার করেছেন তারা। ক্রোয়েশিয়ার মাঝমাঠ খুবই ভালো। তাদের খেলা দুর্দান্ত এবং ক্ষিপ্রগতির।
ডেনমার্ককে খাটো করে দেখার কিছু নেই। বাজে খেললে তো আর দ্বিতীয় রাউন্ডে আসত না। সুযোগের ব্যবহার তারাও করে থাকে। দ্রুত আক্রমণে ওঠেন মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন।
গ্রুপপর্বে ফ্রান্সকে রুখে দিয়েছে তারা। হারিয়েছে পেরুকে। আমার মনে হয়, দু’দলের লড়াই সমানে সমান হবে। কে জিতবে বলা মুশকিল। আমি এগিয়ে রাখব ক্রোয়েশিয়াকে। ক্রোয়েশিয়ার আক্রমণে ভেঙে চুরমার হয়ে যেতে পারে ডেনমার্কের রক্ষণভাগ।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪০ | রবিবার, ০১ জুলাই ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com