শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রডের নৈপূণ্যে সীমিত সংগ্রহ অসিদের

  |   শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

cricket
স্পোর্টস ডেস্ক :  স্টুয়ার্ট ব্রডের নিপূণ বোলিংয়ে ব্রিসবেন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ আয়ত্বের মধ্যেই ধরে রেখেছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৭৩ রান।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের উদ্বোধনী দিনে টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু ব্রড এবং সহযোগীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই বিপর্যয়ের পথে অগ্রসর হয় স্বাগতিকরা। বেশ কিছুদিন নির্বাসন কাটিয়ে দলে ফেরা ওপেনার ডেভিড ওয়ার্নার এক প্রান্ত আগলে রেখে সংগ্রাম চালিয়ে গেলেও অন্যরা ছিলেন এক প্রকার ব্যর্থই। দ্বিতীয় উইকেট জুটিতে অলরাউন্ডার শেন ওয়াটসন (২২) ৫৯ রান যোগ করলেও অধিনায়ক মাইকেল ক্লার্ক মাত্র ১ রান করে হতাশ করেন দলকে। ওয়ার্নার ৬ বাউন্ডারিতে ৪৯ রান করে ব্রডের বলে কেভিন পিটারসেনের হাতে ধরা পড়েন।আরেক অলরাউন্ডার স্টিভেন স্মিথ কিছুটা লড়াইয়ের আভাস দিলেও ৩১ রানের বেশী করতে পারেননি। মাত্র ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা যখন সমুহ ভরাডুবির শঙ্কায় তখনি ঘুরে দাঁড়ান উইকেটরক্ষক ও সহ অধিনায়ক ব্রাড হ্যাডিন এবং ফাস্ট বোলার মিচেল জনসন। সপ্তম উইকেটে এ দুজন মূল্যবান ১১৪ রান করে দলকে অনেকটাই বিপদমুক্ত করেন। কিন্তু ব্রড আরেক দফা আক্রমণে এসে তুলে নেন ৬ বাউন্ডারি এবং ২ ছক্কায় ৬৪ রানের কার্যকর ইনিংস খেলা জনসনকে।
পিটার সিডলও অবশ্য বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি হ্যাডিনকে। তবে রায়ান হ্যারিস দিনের শেষক্ষনে ক্রিজে এসে নিরাপদেই দিন শেষ করেন। দিনশেষে ৮ উইকেটে ২৭৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। হ্যাডিন নির্ভরতার সঙ্গে খেলে ৭ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৭৮ রান করে দিনশেষে অপরাজিত থাকেন। শুক্রবার তার ব্যাটেই আরো কিছু রান সংগ্রহের স্বপ্ন দেখছে এখন স্বাগতিকরা।
ইংল্যান্ডের সহ অধিনায়ক স্টুয়ার্ট ব্রড চমৎকার নিয়ন্ত্রিত বোলিং করে ২০ ওভারে ৩ মেডেনসহ ৬৫ রানে ৫ উইকেট তুলে নেন। স্ট্রাইক বোলার জেমস অ্যান্ডারসন ৬১ রানে ২ উইকেট নেন। তৃতীয় পেসার হিসেবে দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া পেসার ক্রিস ট্রেমলেট নেন ৫১ রানে ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৭৩/৮(হ্যাডিন অপঃ ৭৮, জনসন ৬৪, ওয়ার্নার ৪৯, স্মিথ ৩১, ওয়াটসন ২২, ব্রড ৫/৬৫, অ্যান্ডারসন ২/৬১, ট্রেমলেট ১/৫১)
Facebook Comments Box
advertisement

Posted ০১:২০ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com