মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মার্চ ২০২৩ | প্রিন্ট

বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন মির্জা ফখরুল

চট্টগ্রাম ও ঢাকার বিস্ফোরণের ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোও ব্যর্থ হচ্ছে, এ সব মনিটরিং হচ্ছে না।

রোববার (০৫ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্রিক বাম জোটের সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিং এ এসব কথা বলেন।

পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলায় নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল বলেন, পঞ্চগড়ের ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ থাকায় এটাই প্রমাণ হয় এ ধরনের সাম্প্রতিক দাঙ্গায় সরকার উস্কানি দিচ্ছে।

তিনি বলেন, নাগরিকরা যখন সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তখন এ ধরনের ঘটনা উস্কে দিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই সাম্প্রদায়িক এ ঘটনা ঘটাচ্ছে সরকার।

বৈঠক বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সাথে বৈঠক হয়েছে। এতে সরকার বিরোধী আন্দোলনে যুগপৎ অংশগ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অন্যদের মধ্যে গণতান্ত্রিক বাম ঐক্য ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের সমন্বয়ক ও মহাসচিব হারুন আল রশীদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, বাংলাদেশ সম্ভবত তাদের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪৫ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(732 বার পঠিত)
advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com