শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ সামনে রেখে সালমাদের নিয়ে নতুন পরিকল্পনা

  |   মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | প্রিন্ট

বিশ্বকাপ সামনে রেখে সালমাদের নিয়ে নতুন পরিকল্পনা

এ বছরের শেষেই ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মূল পর্বের খেলা শুরুর আগে জুলাইতে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। দশ দলের বিশ্বকাপে র‌্যাঙ্কিংয়ে প্রথম আটটি দল চূড়ান্ত পর্বে খেলবে। বাকি দুই দলকে বেছে নেওয়ার জন্যই বাছাইপর্ব। বাংলাদেশকেও বাছাইপর্ব খেলে সুযোগ করে নিতে হবে মূল পর্বে।

বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেতে প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য দীর্ঘ পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার ফলে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ নারী দল যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে তারা পাঁচটি ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর এশিয়া কাপ এবং বাছাইপর্বের আগে আয়ারল্যান্ড সফর করবে জাহানারা, আয়েশা, সালমারা।

দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে ৩০ ক্রিকেটারকে নিয়ে ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ক্যাম্প। সিলেটে ক্যাম্প চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। মঙ্গলবার তাদেরকে মিরপুরে রিপোর্ট করতে বলা হয়েছে।

বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল মিরপুরে আজ সাংবাদিকের বলেছেন, ‘২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা যাবে মেয়েরা। তারপর এশিয়া কাপ। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ড সফরও আছে। টানা খেলা থাকায় এ মুহূর্তে কোচিং স্টাফের মধ্যে বড় ধরনের রদবদল আনতে চাচ্ছি না। ভারতীয় ফিজিও- দেবিকা ১৯ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন।’

বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, উগান্ডা, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। এদের মধ্যে সেরা দুই দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। ৩ থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে বাছাইপর্বের খেলা। বিশ্বকাপ হবে ৯ থেকে ২৪ নভেম্বর। সরাসরি বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

বিসিবির প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন- জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, ফারজানা হক, ফাহিমা খাতুন, লিলি রানী, আয়েশা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, জান্নাতুল ফেরদৌ, সাবেকুন নাহার, শারমিন সুলতানা, সোবহানা মস্তারি, সালমা খাতুন, সানজিদা ইসলাম, লতা মন্ডল, শায়লা শারমিন, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, শামীমা সুলতানা, রিতু মনি, সূবর্ণা ইসলাম, পূজা চক্রবর্তী, সুলতানা খাতুন, হ্যাপি আলম, রুপা রায়, তাজিয়া আক্তার ও শানু আক্তার।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৫২ | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com