শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটকীয়তায় ভরা ম্যাচ শেষে গ্রুপসেরা স্পেন

  |   মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | প্রিন্ট

নাটকীয়তায় ভরা ম্যাচ শেষে গ্রুপসেরা স্পেন

 

স্বাধীনদেশ অনলাইন : ‘বি’ গ্রুপ থেকে মরক্কোর ছিটকে পড়াটা নিশ্চিত হয়েছে আগেই। তবে দ্বিতীয় পর্বে যাওয়ার সম্ভাবনা বেঁচে ছিল স্পেন, পর্তুগাল ও ইরানের। স্পেন ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে। স্পেনের সমান ৪ পয়েন্ট ও সমান গোল নিয়েও দ্বিতীয় স্থানে ছিল পর্তুগাল। ফেয়ার প্লে ইনডেক্স অনুযায়ী(লাল কার্ড,হলুদ কার্ড) এগিয়ে ছিল স্পেন। সোমবার রাতে মরক্কোর সাথে ২-২ গোলে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ শীর্ষে স্পেন। সমান ম্যাচে সমান পয়েন্ট পর্তুগালের; কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে গ্রুপ রানার্সআপ পর্তুগাল। তারাও ১-১ গোলে ড্র করেছে ইরানের বিপক্ষে।

তবে মরক্কোর বিপক্ষে এই ম্যাচে একটি পয়েন্ট আদায় করে নেয়া সহজ ছিলো না স্পেনের জন্য। ম্যাচের মাত্র ১৪ মিনিটেই গোল হজম করে স্পেন। খালিদ বোতায়েব স্পেনের দুই নির্ভরযোগ্য ফুটবলার ইনিয়েস্তা ও সার্জিও রামোসকে কাটিয়ে ডিফেন্ডার পিকেকে ডজ দিয়ে গোল করে এগিয়ে দিয়েছিলেন মরক্কোকে (১-০)। তবে স্পেন সমতায় ফিরতে সময় নেয়নি। ১৯ মিনিটে ইনিয়েস্তার পাস থেকে ইস্কো দুর্দান্ত শটে গোল করে সমতা এনে দিয়েছেন ম্যাচে (১-১)।

বিরতির পর মরক্কোর ওপর ঝাঁপিয়ে পড়ে স্পেন। কিন্তু গোল নামক বস্তুটির দেখা পায়নি সাবেক চ্যাম্পিয়নরা। মরক্কোর হারানোর কিছু ছিল না। কিছু একটা করে দেশের মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছে মরক্কো দলটি। সেটিরই ফল এলো ৮১ মিনিটে। ফজরের কর্নার থেকে পাওয়ারফুল হেডে গোল করেন ইউসুফ নেসরি (২-১)। স্পেন তখন বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায়। মরক্কো যখন জয়ের নেশায় উৎসব করার অপেক্ষায় তখনি তাদের হতাশ করে খেলায় সমতা আনেন স্পেনের ইয়াগো আসপাস।

৯০+১ মিনিটে কারবাহালের পাস থেকে সুন্দর ব্যাক হিলে পরাস্ত মরক্কোর কিপার (২-২)। স্প্যনিশদের যখন শেষ মুহূর্তে ম্যাচ বাঁচানোর আনন্দ, তখনই বাজল অফসাইডের বাঁশি। স্প্যানিশদের দাবি গোল হয়েছে, মরক্কো বলছে সহকারি রেফারির সিদ্ধান্ত বহাল রাখা হোক। অতঃপর নেওয়া হলো গোল রিভিউ। চরম নাটকীয়তা শেষে ভিএআরের সহায়তায় গোলটা পেয়েই গেল স্পেন। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ল স্পেন। বাদ পড়ার শঙ্কা জাগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ল তারা।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:১৩ | মঙ্গলবার, ২৬ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com