সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীগঞ্জ তাহিরপুর মাদ্রাসায় অবহিতকরণ বিডিএসসি’র অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

Tahirpur-Madrasa-Workshop

এসএমএ হাসনাত( নবীগঞ্জ)  হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় গত (৮ এপ্রিল) মঙ্গলবার দুপুরে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেট ও হবিগঞ্জ জেলায় ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে শেভরণ বাংলাদেশ-এর অর্থায়নে জাতীয় উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) কর্মশালাটি আয়োজন করেছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী এখলাসুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা আলতাফ উদ্দীন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএসসি’র প্রশিক্ষণ ও পরিবীক্ষণ কর্মকর্তা এসএমএ হাসনাত। বক্তব্য রাখেন মাদ্রাসার প্রভাষক আলী আক্কাশ মোল্লা, সহকারী শিক্ষক আব্দুল কাদির, আনসারুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএসসি’র প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লা আল মামুন।  কর্মশালায় স্থানীয় উদ্যোক্তা, ধর্মীয়নেতা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, সিলেট অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও নারী শিক্ষার হার বৃদ্ধি এবং ঝরে পড়া হ্রাস তথা শিক্ষার হার বৃদ্ধি, স্কুল উন্নয়নে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ, পঞ্চবার্ষিক টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যেই কর্মশালাটি আয়োজনটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে শেভরণ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় জালালাবাদ ও বিবিয়ানা গ্যাস ক্ষেত্রসংলগ্ন ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে কাজ করছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২২ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com