শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  

এম এম হারুন আল রশীদ হীরা   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

নওগাঁয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  

নওগাঁ : নওগাঁয় ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি জেলার নওজোয়ান মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি  গোলাম মাওলা।

এ প্রতিযোগিতায় যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়ী হলেন- ক্রিকেট (বালিকা) চ্যাম্পিয়ন পত্নীতলা উপজেলার নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ মান্দা উপজেলার সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়, ভলিবল খেলা (ছেলে) চ্যাম্পিয়ন নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, ভলিবল খেলা (ছাত্রী) চ্যাম্পিয়ন মান্দার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্সআপ নওগাঁ সেন্ট্রাল গালর্স হাইস্কুল, একক ব্যাডমিন্টন (ছাত্র) চ্যাম্পিয়ন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয়েছেন নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, ব্যাডমিন্টন (ছাত্রী) চ্যাম্পিয়ন পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়, রানার্আসপ  মান্দার গোটগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বৈত ব্যাডমিন্টন খেলায় (ছাত্র) চ্যাম্পিয়ন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, রানার্সআপ মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়, দ্বৈত ব্যাডমিন্টন খেলায় (ছাত্রী) চ্যাম্পিয়ন পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও বাকি খেলাগুলো আগামী ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আগামীর সুস্থ্য ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার নিয়মিত চর্চার কোন বিকল্প নেই। তাই আজকের শিক্ষার্থীদেরকে বেশি বেশি খেলার সাথে সম্পৃক্ত করতে এমন প্রতিযোগিতার আয়োজনের কোন বিকল্প নেই।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরী ক্রীড়া সমিতির আয়োজিত অনুষ্ঠানে নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মকলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেন, জেলা প্রশাসনের অন্যান্য বিভাগের কর্মকর্তা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Facebook Comments Box
advertisement

Posted ১৩:৫১ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com