সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দলে ফিরলেন সাকিব মুস্তাফিজ সৌম্য

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | প্রিন্ট

দলে ফিরলেন সাকিব মুস্তাফিজ সৌম্য

সিরিজের প্রথম তিন ম্যাচে জিম্বাবুয়েকে অনায়াশে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখে ৫ ম্যাচ টি-২০ সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। শুরুর ম্যাচ তিনটি হয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১০ ও ১২ মে ম্যাচ দুটির ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং পঞ্চম ম্যাচ সকাল ১০টায়। শেষ দুই ম্যাচের জন্য গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। পূর্ব ধারণামতো দলে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। না খেলে বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। বিশ্রাম দেওয়া হয়েছে বাঁ হাতি পেসার শরিফুল ইসলামকে। ছন্দে হারিয়েও টিকে গেছেন লিটন দাস। তিন ম্যাচে রান ১, ২৩ ও ১২।

 

টি-২০ বিশ্বকাপ শুরু ২ জুন। বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কা এবং ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালে ম্যাচ দুটির ভেন্যু সেন্ট ভিনসেন্ট। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশ তিনটি টি-২০ ম্যাচ খেলবে ডালাসে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচগুলো যথাক্রমে ২১, ২৩ ও ২৫ জুন। গতকাল যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ এক-দুটি পরিবর্তন হলেও হতে পারে।

 

সাকিব সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেন গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচ খেলেননি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, সাকিব শেষ দুই ম্যাচ খেলবেন। তার আগে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামালের পক্ষে তিনটি ম্যাচ খেলে ছন্দে ফিরেছেন। রান করেছেন যথাক্রমে ৪৯, ১০৭ ও ০ এবং বোলিং স্পেল তিনটি ছিল-১/৩৪, ০/৪৭ ও ২/৪২। সৌম্য এক সময় টাইগারদের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন। এরপর ছন্দ হারিয়ে আসা-যাওয়ার লাইনে ছিলেন। ইনজুরির জন্য সিরিজের প্রথম ৩ ম্যাচ খেলেননি। শেষ দুটির জন্য স্কোয়াডে সুযোগ পেয়েছেন। আইপিএল খেলে ১ মে দেশে ফিরেছেন মুস্তাফিজ। তাকেও রাখা হয়নি প্রথম ৩ ম্যাচে। এবার ফেরানো হয়েছে শেষ দুটিতে। মুস্তাফিজ ফেরায় বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুলকে। মুস্তাফিজ প্রসঙ্গে নির্বাচক আবদুর রাজ্জাক রাজ বলেন, ‘মুস্তাফিজ ভারত থেকে আসার পর তার সঙ্গে কথা বলে ঠিক করা হয় পরিবারকে একটু সময় দেওয়া দরকার। অনেক দিন ধরেই সে ক্রিকেটের মধ্যে রয়েছে।’ সাকিব প্রসঙ্গে বলেন, ‘সাকিব স্বাভাবিকভাবেই ছুটিতে ছিল। ছুটি থেকে ফিরে প্রিমিয়ার লিগ খেলেছে। আমাদের পরিকল্পনায় ছিল, বিশ্বকাপের আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটি টি-২০-এর জন্য আমরা ওকে আগেই চিন্তা করে রেখেছিলাম।’

 

মিরপুরের শেষ ম্যাচ দুটির টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। টিকিট পাওয়া যাবে অনলাইনে। এ ছাড়াও টিকিট কেনা যাবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন। অনলাইনে কেনা টিকিট সংগ্রহ করতে হবে শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশে টিকিট কাউন্টারে। ম্যাচ দেখতে গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারি ২০০ টাকা।

 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:০১ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com