সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, অংশ নেবেন কিনা আপনাদের ইচ্ছে: প্রধানমন্ত্রীকে দুদু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, অংশ নেবেন কিনা আপনাদের ইচ্ছে: প্রধানমন্ত্রীকে দুদু

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উ‌দ্দেশ‌্য বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন,আগামী নির্বাচন আপনার অধীনে হবে না, তত্ত্বাবধায় সরকারের অধীনেই হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে “জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে, দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশ বন্ধের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এক মানববন্ধন তি‌নি এসব কথা ব‌লেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমর পাশে শিক্ষক সমাজ আছে তারা খুব কষ্ট আছে, শ্রমিক, কৃষক সবার একটাই দাবি দূর্নীতি বন্ধ করা। এখন সরকার জানমালের নিরাপত্তা দিতে পারছে না। প্রধানমন্ত্রী নিজে বলেছেন দূর্ভিক্ষ হবে। সংবাদ পত্র ও মিডিয়ার মতো সব জায়গাতেই একই অবস্থা।

তি‌নি ব‌লেন, সরকার বলে বিএনপি নির্বাচনে ভয় পায়, বিএনপি বার বার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, আমরা নির্বাচন ভয় পাই না। তারেক রহমানকে এই দেশে আসা বন্ধ করতে এমন কোন কাজ নেই যা সরকার করেছে না। অথচ জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছিলেন।

ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, আমরা সামনের নির্বাচনে আসবো কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। শেখ হাসিনাকে বলি, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না, তত্ত্বাবধায় সরকারের অধীনে হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন কিনা সেটা আপনাদের ইচ্ছে।

তি‌নি ব‌লেন, সরকার সবখাত ধ্বংস করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। রাস্তায় নেমে আসা ছাড়া এই সরকারের পতন হবে না, এই সরকারের অধীনে নির্বাচনের যাওয়ার কথা যদি কেউ চিন্তাও করে সেটা হবে সবচেয়ে বড় ভুল।

এসময় তি‌নি সবাই কে ঐক‌্যবদ্ধ হ‌য়ে রাস্তায় নামার আহবানও জানান।

সমাজকল্যাণ পরিষদ সভাপতি গিয়াস উদ্দিন খোকন সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জামাল হোসেন জামাল, জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:১১ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(730 বার পঠিত)
advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com