বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয় হাতছাড়া করলো বাংলাদেশ

  |   শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

জয় হাতছাড়া করলো বাংলাদেশ

উইন্ডিজের দেওয়া কঠিন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে দুই টাইগার ব্যাটসম্যান তামিম ও লিটন। লিটন এক প্রান্ত ধরে খেলতে থাকলেও বাকী ব্যাটসম্যানরা ছিলো আসা যাওয়ার মাঝে। ক্যারিবীয়ানদের দেওয়া ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ৫০ রানে টাইগাররা পরাজিত হয় সফরকারীদের কাছে। ২-১ সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা।দারুণ শুরুর পরও ধারাবহিকতা ধরে রাখতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা।একের পর এক ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেওয়ার মাশুল গুনতে হয়েছে তাদের।

কিন্তু দলীয় ২২ রানের মাথায় রান আউটের শিকার হয়ে তামিম সাজঘরে ফিরে গেলেও সৌম্যকে সাথে নিয়ে দলীয় ৫০রান পাড় করেন লিটন দাস। কিন্তু বেশী দূর যেতে পারেনি এই জুটি। দলিয় ৬৫ রানের মাথায় ফ্যাবিয়ান এ্যালেনের বলে কট্রেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ঠিক পরের বলে সাকিব সেই কট্রেলের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে ।

ঠিক এক ওভার পরেই ব্যক্তিগত এক রানে পয়েন্টে কিমো পলের বলে অ্যালেনকে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক। এদিন দাঁড়াতে পারেননি মাহমুদউল্লাহও। ৯ বলে ১১ রান করে তিনিও ফিরে সাজঘরের দিকে ফিরে যান। রিয়াদের পর কিমো পলের বলে ব্রাথওয়েটকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। পরের বলেই রুদাফোর্ডের হাতে ক্যাচ দিয়েছেন আরিফুল।

এর আগে টসে হেরে এভিন লুইসের ব্যাটে ভর করে ১৯০ রান করে সফরকারি উইন্ডিজ। লুইস ৩৬ বলে ৮৯ রান করেন।

শুধু বছর নয় ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরে নিউজিল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং মে-জুলাই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৩৪ | শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com