শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগ্রেসরা

  |   শুক্রবার, ২৯ জুন ২০১৮ | প্রিন্ট

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল টাইগ্রেসরা

প্রথম ম্যাচে ব্যাটে-বলে দাপুটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচেও ব্যতিক্রম হল না। আয়ারল্যান্ডে এক ম্যাচে হাতে রেখেই তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়েছে সালমা খাতুনের দল। প্রথম টি-টোয়েন্টিতেও চার উইকেটে জয় পেয়েছিল সালমারা।

ডাবলিনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৫ বল আর ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন স্বাগতিকরা লড়াইয়ের পুঁজি পায় জয়েসের ৬০ রানের ইনিংসে। বাকিদের মধ্যে আর দুজন কেবল দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।

প্রথম ম্যাচে ৫ উইকেট নেয়া জাহানারা আলম এদিও দুর্দান্ত ছিলেন, ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট দখলে তার। সমান ওভারে ১৮ রানে ২ উইকেট নাহিদা আক্তারের। রুমানা ও ফাহিমার ঝুলিতে গেছে একটি করে উইকেট।
লক্ষ্যে নেমে শুরুতে আয়েশা রহমানকে (৭) হারালেও শামিমা সুলতানা ও ফারজানা হকের ব্যাটে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। দুজনে ৭৫ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের দিকে হেলে দেন।

শামিমা ৯ চারে ৪৯ বলে ৫১ করলে ভাঙে জুটি। ৩ চার ও এক ছক্কায় ৩৪ বলে ৩৬ করে ফেরেন ফারজানা।
পরে নিগার ৫, রুমানা ২, ফাহিমা ২ রানে ফিরলেও ম্যাচ শেষ করে আসেন এক ছয়ে ৯ বলে ১১ রানে অপরাজিত থাকা সানজিদা ইসলাম।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৪৭ | শুক্রবার, ২৯ জুন ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com