শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরেকটি গোল্ডেন শু জিততে এক গোল দূরে মেসি

  |   সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

আরেকটি গোল্ডেন শু জিততে এক গোল দূরে মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি এবার ব্যালন ডি অর না পেলেও এ বছর খালি হাতে ফেরেননি। গোল্ডেন বুটের পর জিতে নিয়েছেন বছরের সেরা গোলদাতার পুরস্কার গোল্ডেন শু। ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে কদিন আগেই সর্বোচ্চ গোল্ডেন শু‘র মালিক হন মেসি। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এই ব্যক্তিগত পুরস্কার ঘরে তোলেন ফুটবল জাদুকর। আরও একটি গোল্ডেন শু পেতে যাচ্ছেন মেসি। তাতে মাত্র একটি গোল দরকার মেসির।

লা লিগায় সবশেষ ম্যাচে সেল্টাভিগোর বিপক্ষে বার্সা জিতেছে ২-০ গোলে। ঘরের মাঠে এই ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বার্সা। গোল করেন ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। মেসির নেয়া শট ঠেকান সেল্টা ভিগোর গোলরক্ষক, তবে ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি দেম্বেলে (১-০)। এরপর গোল করে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। ম্যাচের ৪৫ মিনিটে জর্ডি আলবার পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে বাঁকানো শটে সেল্টাভিগোর জালে জড়ান তিনি।

এই নিয়ে চলতি মৌসুমে লা লিগায় ১৭ ম্যাচে ১৫তম গোল পেলেন মেসি। এছাড়াও গোল সহায়তা করেছেন ১০টি তে। তাতে মেসির হাতেই যে ফের উঠছে ইউরোপিয়ান গোল্ডেন শু সেটা বলার অপেক্ষা রাখে না। ইউরোপের শীর্ষ লিগগুলোতে সর্বোচ্চ গোল স্কোরার এ পুরস্কার পান।

ইউরোপের খেলা দলগুলোর খেলোয়াড়রা প্রতি গোলের জন্য পেয়ে থাকেন ১ পয়েন্ট। তবে, শীর্ষ লিগে খেলা খেলোয়াড়রা প্রতি গোলের জন্য পেয়ে থাকেন ২ পয়েন্ট। আর গোল প্রতি দেড় পয়েন্ট পেয়ে থাকেন পেশাদার ফুটবলের লড়াইয়ে থাকা ক্লাবের খেলোয়াড়রা।

মেসি স্প্যানিশ লা লিগায় ১৫ গোল করে পেয়েছেন ৩০ পয়েন্ট। ৩১ গোল করে ৩১ পয়েন্ট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন ব্রাজিলের ২৮ বছর বয়সী ফরোয়ার্ড লিলিউ। তিনি খেলছেন এস্তোনিয়ান ক্লাব নোমে কাজুতে। মেসি এই তালিকায় আছেন চার নম্বরে। দুইয়ে আছেন জর্জিয়ার খেলোয়ার জাকারিয়া বেগলাররিশিভি। তিনি ৩০ গোল করে পেয়েছেন ৩০ পয়েন্ট, খেলছেন আরেক এস্তোনিয়ান ক্লাব এফসি ফ্লোরাতে। তিনে আছেন ব্রাজিলের পাউলিনহো। তিনি সুইডিশ ক্লাব বিকে হ্যাকেনের হয়ে ২০ গোল করে প্রতি গোলের জন্য পেয়েছেন ১.৫ পয়েন্ট। মোট ৩০ পয়েন্ট নিয়ে পাউলিনহো আছেন তিন নম্বরে।

শীর্ষ লিগে খেলা পিএসজির ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে ১৩ গোল করে পেয়েছেন ২৬ পয়েন্ট, অবস্থান ১১তম। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে খেলা প্যাকো আলকাসের ১২ গোল করে ২৪ পয়েন্ট নিয়ে আছেন ১৫তম স্থানে। আর্সেনালের পিয়েরি এমেরিক অবামেয়াং ১২ গোল করে ২৪ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছেন। পিএসজির আরেক তারকা নেইমার ১১ গোল করে ২২ পয়েন্ট নিয়ে আছেন তালিকার ১৯ নম্বরে। রিয়াল ছেড়ে চলতি মৌসুমে জুভেন্টাসে নাম লেখানো রোনালদো ১১ গোল করে ২২ পয়েন্ট নিয়ে আছেন তালিকার ২০ নম্বরে।  আমাদের সময় ডটকম

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৪ | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com