
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সরকার নির্বাচন দিতে যত দেরি করবে, হাসিনার তত সুবিধা হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সরকারের কাছে দ্রুত নির্বাচন চেয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকার নির্বাচন দিতে যত দেরি করবে, হাসিনার তত সুবিধা হবে। শেখ হাসিনার কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু ১৮ কোটি মানুষের। শেখ হাসিনা দেশকে হিন্দুস্তানের কাছে বেচে দিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মা, ‘কিছু সংখ্যক লোক আবারও ষড়যন্ত্র শুরু করে শ্রমিক অশান্তি সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এই সরকারকে অস্থিতিশীল করবে তুলবেই, কারণ তাদের টাকার অভাব নেই, তাদের কাছে অস্ত্রের অভাব নেই, তাদের ঢাকা শহরে লুকিয়ে রাখার মতো লোকেরও অভাব নেই।
Posted ০৯:১৪ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain