
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ নভেম্বর ২০২২ | প্রিন্ট
সিলেট থেকে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের গণতন্ত্রের অবস্থা ইলিয়াস আলীর মতো। ইলিয়াস গুম, গণতন্ত্রও গুম। আমরা ইলিয়াস আলীর মতো গণতন্ত্রকেও খুঁজছি। শনিবার (১৯ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি একথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাস-ট্রাক বন্ধ করে প্রতিদিন দেশের কত কোটি টাকার ক্ষতি করা হয়েছে এর জবাব সরকারকে দিতে হবে। যত টাকা ঋণ করা হয়েছে সেই টাকার সুদ দেওয়ার মতো টাকাও সরকারি কোষাগারে নেই। সরকার লুটে নিয়েছে।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, খন্দকার মুক্তাদীর আহমদ, ড. এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়া হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গৌছ, কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান প্রমুখ বক্তব্য রাখেন।
Posted ১৩:১৮ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain