
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ মে ২০২৫ | প্রিন্ট
খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার বার্ষিক শুরা অধিবেশন গত রবিবার সন্ধ্যা ৭টায় বার্মিংহামের আষ্টনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় । নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে
ও সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত আজাদ ও মাওলানা মুহাম্মদ শওকত আলী ।
সভায় ২০২৩/২৪ সেশনের বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা ও অনুমোদন করা হয়।এ ছাড়া কেন্দ্র ঘোষিত দাওয়াতী পক্ষের পরিকল্পনা গ্রহণ করা হয় । শুরা অধিবেশনে ২০২৫/২৬ সেশনের জন্য যুক্তরাজ্য নর্থের কমিটি পূণর্গঠন করা হয়।
কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সদরুজ্জামান খান এবং শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
নিম্নে নব নির্বাচিত দ্বায়িত্বশীলদের তালিকা পেশ করা হলেন : সভাপতি : মুফতি তাজুল ইসলাম, সহ সভাপতি :-মাওলানা আব্দুল আওয়াল, আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব এনামুর রহমান, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, হাফিজ মাওলানা সৈয়দ কফিল আহমদ, মাওলানা ওলিউর রহমান, আলহাজ্ব সৈয়দ কবীর আহমদ, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব কবি মুফিদুল গনি মাহতাব, আলহাজ্ব আব্দুল গনি ।
সেক্রেটারি : মাওলানা এনামুল হাসান সাবীর, সহকারী সেক্রেটারি : মাওলানা আ ফ ম শুয়াইব ও ডঃ অহিদুল আলম ।
বায়তুল মাল সম্পাদক : মুহাম্মদ আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক : মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক : হাফিজ মাওলানা হাবীবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক : ব্যারিষ্ঠার আ স ম হাফিজুল ইসলাম সায়েম, তথ্য ও যুব বিষয়ক সয়্যম্পাদ : সৈয়দ মঈনুদ্দীন ইকবাল ।
সদস্য : আলহাজ্ব মূহামমদ খান, মওলানা আনসার উদ্দিন, মাওলানা ফেরদৌস আহমেদ, মাওলানা সৈয়েদ শামসুজ্জামান, হাফিজ আহমেদ হোসাইন, মীর্জা আসকির বেগ, মাওলানা মঈন উদ্দীন।
শুরা অধিবেশনে দারেসে কোরআন পেশ করেন মৌলভীবাজার রায়পুর জামেয়া ইসলামিয়ার শায়খুল হাদীস ও প্রিন্সিপাল মাওলানা গিয়াস উদ্দিন । অনুষ্ঠানে শেষে ফিলিস্তিন ও ভারতের মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয় ।
Posted ১৭:৪২ | সোমবার, ০৫ মে ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | admin