
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
সিলেট শহরে যারা বেড়ে উঠেছেন, লেখাপড়া করেছেন এবং যে শহরের সাথে রয়েছে একটা আত্মিক সম্পর্ক তাদের সবাইকে নিয়ে সিলেট টাউন ক্লাব ইউকে আয়োজন করতে যাচ্ছে এক মিলনমেলা অনুষ্ঠানের। আসন্ন এই মিলনমেলা অনুষ্ঠানকে সফল করার জন্য, গত ৬ই এপ্রিল বার্মিংহামের স্মলহীথে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার। উক্ত সভায় সিলেট শহরের বাসিন্দা, যারা বর্তমানে বার্মিংহাম এবং নিকটবর্তী বিভিন্ন শহরে বসবাস করছেন, তাদের অনেকেই অংশগ্রহণ করেন।
সভার শুরুতে আয়োজকদের পক্ষ থেকে জেবতিক রাজিব হক সংগঠনের উদ্দেশ্য এবং মিলনমেলা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। আগমী ৪ই মে, ২০২৫ বার্মিংহামের পেরিবারের ব্রডওয়ে একাডেমিতে এই মিলনমেলা অনুষ্ঠানের জন্য নির্ধারিত হয়েছে বলে তিনি জানান ।
এ সময় এই অনুষ্ঠানকে কিভাবে আরো সুন্দর ও সাফল্যমন্ডিত করা যায়, কিভাবে আরো অধিক সংখ্যক সিলেট শহরের বাসিন্দাদের উপস্থিতি নিশ্চিত করা যায়, সে সম্পর্কে আলোচকরা তাদের মতামত ব্যাক্ত করেন।
তিনি বলেন, অনুষ্ঠানের জন্য একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। স্মরণিকায় গল্প, কবিতা, সিলেট শহর ভিত্তিক তথ্যমূলক প্রবন্ধ ও স্মৃতিচারনমূলক লেখার জন্য আহবান জানানো হয়। লেখা পাঠানোর শেষ তারিখঃ ১৫ এপ্রিল। অনুষ্ঠানে যারা অংশ নিতে আগ্রহী, তাদের আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে ।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেনঃ বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মোস্তফা চৌধুরী জুবরাজ, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবদুল মালিক পারভেজ, নাট্যকার মুরাদ খান, বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডসের সভাপতি মারুফ আহমেদ, সাংবাদিক জয়নাল ইসলাম, হোসেইন আহমেদ, শাকিল আহমেদ, ডাঃ সামসুর চৌধুরী, সাইফুল ইসলাম শাহেদ, শরীফ রাজ্জাক, নজমুল আলবাব, কামাল আহমেদ, মোহাম্মেদ মস্তোফা লিমন, আশফাক ও রাহাত প্রমুখ।
লেখা পাঠানো বা যেকোন তথ্যের জন্য sylhet.townclub@gmail.com এই ঠিকানায় ইমেইল করার অনুরোধ জানানো হয়।
Posted ১৩:২০ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | admin