
| শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | প্রিন্ট
রাজধানীর অধিকাংশ বাজারে কিছু দিন ধরে শীতের সবজি পাওয়া যাচ্ছে। তবে তা ক্রেতাদের কিনতে হয়েছে একটু বেশি দাম দিয়েই। এখন শীতের সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে।
মাত্র তিন দিনের ব্যবধানে প্রায় অধিকাংশ সবজির দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, রায়েরবাজার সিটি করপোরেশনের মার্কেট, জিগাতলা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি টমেটো ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। গাজর ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সিম কেজিতে ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। প্রতি কেজি করলা ৪০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, কচুর লতি ৩০ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙা ৩০ টাকা, কাকরোল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রত পিস ২৫ টাকা, ফুলকপি ২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
জিগাতলা কাঁচাবাজারের সবজি বিক্রেতা ইউসুফ আলি বলেন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সরবরাহ অনেক বেড়েছে। তাই সবজির দাম কিছুটা কমেছে।
Posted ১৩:২২ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain