
| শুক্রবার, ০২ আগস্ট ২০১৯ | প্রিন্ট
রাজধানীর বাজার বা দোকানগুলোতে গত সপ্তাহের মতো একই দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে গত সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা।
শুক্রবার রাজধানীর ঝিগাতলা, রায়েরবাজার, নিউমার্কেট কাচাবাজার ঘুরে এমনটাই দেখা গেছে।
বাজারে ঘুরে দেখা গেছে, প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়, যা গত সপ্তাহে একই দামে বিক্রি হয়েছিল।
রায়েরবাজারের ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, বাজারে সরবরাহের পরিমান আগের থেকে ভালো। আশা করি আগামী ঈদের আগে পেঁয়াজের দাম আরো কমবে।
এদিকে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সবজির দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার কাঁচামরিচের দাম ৩০ টাকা কমে ১৬০ টাকা, টমেটো ১৫ টাকা কমে ৮০ থেকে ৯০ টাকা, শসা ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
করলা ৫০ টাকা, কাঁকরোল ৪৫ টাকা, ঝিঁঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটল ৫০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৭০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২০ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
এদিকে মাংসের বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি আগের সপ্তাহের মতো ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে লেয়ার মুরগি। গরুর মাংস বাজার ভেদে বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৭০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি।
Posted ১৫:১৫ | শুক্রবার, ০২ আগস্ট ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain