
| শুক্রবার, ১৪ জুন ২০১৯ | প্রিন্ট
প্রস্তাবিত বাজেটের ঠিক পরের দিন রাজধানীর অধিকাংশ মাছের বাজারে আগুন লাগার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। যে মাছ দুই দিন আগে বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়।
এ ছাড়া, রাজধানীর কাঁচাবাজারগুলোতে বিভিন্ন শাকসবজির দামও বেড়েছে।
শুক্রবার রাজধানীর জিগাতলা, রায়ের বাজার সিটি করপোরেশন বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
বাজারে গিয়ে দেখা গেছে, মাঝারি সাইজের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা কেজি। অথচ দুই দিন আগেও তা বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। এ ছাড়া, মলা মাছ ৭০০ টাকা কেজি, বিভিন্ন কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি, পাংগাস মাছ বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা, পাবদা মাছ ৮০০ টাকা কেজি, টেংরা মাছ ৫০০ টাকা কেজি।
এ ছাড়া, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। কচুরলতি ৫০ টাকা, কচুরমুখী ১১০ টাকা কেজি, করলা ৮০ টাকা, পটল ৫০ টাকা, বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ৬০ টাকা, টমেটো ৫০ টাকা।
ঢেঁরস ৮০ টাকা কেজি, ঝিংগার কেজি ৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে ৫০ টাকায়। চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০ টাকা। কাঁচা মরিচের কেজি ১২০ টাকা। লেবু হালি মান ভেদে ২০ থেকে ৩০ টাকা। এ ছাড়া, লাউ প্রতি পিস ৭০ টাকা, পুঁই শাক ২৫ টাকা, লাল শাক ১৫ টাকা আঁটি।
এ ছাড়া বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৪ টাকায়। রসুনের বিক্রি হচ্ছে ১২০ টাকা। আদা আগের দামে ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
Posted ১৩:২০ | শুক্রবার, ১৪ জুন ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain