বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জলদস্যুর কবলে জাহাজ: যাদের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | প্রিন্ট

জলদস্যুর কবলে জাহাজ: যাদের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ

জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ’র বিমা করা ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

একই সঙ্গে তিনি জানান, এই মুহূর্তে বাংলাদেশ কাদের সঙ্গে যোগাযোগ করে চলেছে।

সচিব বলেন, জাহাজের বিমা করা ছিল। এটাকে পিএনআই ক্লাব বলে, অর্থাৎ প্রোটেকশন ইনডিমেনিটি ক্লাব, এখানে বিমা করা আছে এই জাহাজের।

তাহলে এ বিষয়ে কাদের সঙ্গে দর কষাকষি বা যোগাযোগ হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, নেগোসিয়েশন চলছে বাকি যারা এজেন্সি আছে। যেমন পিএনআই ক্লাব, তাদের সঙ্গে তো আমাদের কথা বলতে হবে। নইলে তারা টাকা দেবে কেন? তারা নেগোসিয়েশন করবে কেন? অন্য জাহাজ ওখানে আছে। কুয়ালালামপুর পাইরেসি রিপোর্টিং সেন্টার। তাদের সঙ্গে আমাদের কথা বলতে হচ্ছে। ওমানে একটি অফিস আছে তাদের সঙ্গে কথা বলতে হয়েছে। রিক্যাব সিঙ্গাপুরে তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। সোমালিয়ান পাইরেসি রিপোর্টিং সেন্টার আছে তাদের সঙ্গে আমরা কথা বলছি।

জাহাজ দখল করা জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা কীভাবে যোগাযোগ করবো। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারা যোগাযোগ করেনি। যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে তারা অফিসিয়াল। ওখানে ইউরোপীয় ইউনিয়নের জাহাজ আছে, তার ২০ মাইল দূরেই রয়েছে আমাদের দুটি জাহাজ। সেই জাহাজের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।

তিনি বলেন, অতীত অভিজ্ঞতা বলে তাদের টাকা দরকার। ৩০০-৪০০ জাহাজ ২০০১ সাল থেকে পাইরেসি হয়েছে। বড় বড় দেশের জাহাজও হয়েছে। সবাই যে পথ দিয়ে শান্তিপূর্ণভাবে জাহাজ ছাড়িয়ে এনেছে আমরাও ক্রুদের অক্ষত রেখেই জানমালের যেন ক্ষতি না হয় সে চেষ্টা অব্যাহত রাখবো।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৪৯ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com