শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ জানুয়ারির আগে অধিবেশন বসতে পারবে না : নতুনদের এমপিদের শপথ হলেও নবম সংসদের এমপিরাও বহাল আছেন : অ্যাটর্নি জেনারেল

  |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

২৪ জানুয়ারির আগে অধিবেশন বসতে পারবে না : নতুনদের এমপিদের শপথ হলেও নবম সংসদের এমপিরাও বহাল আছেন : অ্যাটর্নি জেনারেল

attorney general

রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার আইনের অধীনেই আছে, তারা আইনবহির্ভূত কোনো কাজ করেনি।

তবে তিনি মনে করেন, ‘নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান অনুসারে ২৪ জানুয়ারির আগে সংসদের নতুন অধিবেশন বসতে পারে না।’ সুপ্রিমকোর্টের নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এসব কথা বলেন।

তিনি বলেন, নবম সংসদের এমপিরা এখনো তাদের সংসদীয় আসনের এমপি আছেন। সংবিধানের ১২৩ ধারা মোতাবেক নতুন এমপিরা আইনের আওতায় থেকে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে সংসদে কোনো আইন প্রণয়ন করতে পারবেন না।
তাহলে ২৪ জানুয়ারির আগে নতুন এমপিদের শপথ কেন দেয়া হলো এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘সংবিধানের ১৪৮(২) ধারায় বলা হয়েছে, নির্বাচনের গেজেট প্রকাশ করার তিন দিনের মধ্যে শপথ গ্রহণ করতে পারবেন। তাই আইনিভাবেই তাদের শপথ দেয়া হয়েছে। কিন্তু তারা তাদের দায়িত্বভার গ্রহণ করবেন ২৪ জানুয়ারি থেকে।’
তিনি আরো বলেন, ‘২৪ জানুয়ারির পর নতুন সংসদ অধিবেশন বসার জন্য রাষ্ট্রপতি নোটিশ দেবেন। রাষ্ট্রপতির নোটিশের ভিত্তিতে পরবর্তী সংসদ অধিবেশন বসবে।’

রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রীরা আইন প্রণয়ন করতে পারেন না। আইন প্রণয়নের ক্ষমতা এমপিদের। যেহেতু এখন সংসদ নেই, তাই সাংসদদের আইন প্রণয়নের ক্ষমতাও নেই।’
সরকারের মেয়াদ সম্পর্কে তিনি বলেন, ‘সংসদের প্রথম অধিবেশন থেকেই সরকারের পাঁচ বছর মেয়াদ নির্ধারণ করা হবে।’ তাই কোনোভাবেই আগামী ২৪ জানুয়ারির আগে সংসদ অধিবেশন বসবে না বলে মাহবুবে আলম সাংবিধানিক নিশ্চয়তার কথা জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩১ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com