সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ মে ২০২৪ | প্রিন্ট

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর এবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। কাঁচা মরিচ আমদানির খবরে বাজারে দাম কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ পর্যন্ত ৮ জন আমদানিকারক ৩৬০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ১০ টন কাঁচা মরিচ নিয়ে একটি ভারতীয় ট্রাক হিলি স্থলেবন্দর দিয়ে প্রবেশ করে।

কাঁচা মরিচ বিক্রেতা শাকিল আহমেদ বলেন, কাঁচা মরিচ পচনশীল পণ্য। সরবরাহ বাড়লে দাম কমে আর সরবরাহ কমলে দাম বাড়ে। এতে আমাদের কিছু করার থাকে না। তবে ভারতীয় কাঁচা মরিচ আমদানির কারণে দাম কিছুটা কমেছে।

 

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। আমদানি বাড়লে দেশের বাজারে দাম অনেকটাই কমে আসবে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো: সোহরাব হোসেন মল্লিক প্রতাব জানান, মেসার্স আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৯ টন ৮৪০ কেজি কাঁচা মরিচ আমদানি করেছেন। বর্তমানে কাঁচা মরিচ বোঝাই ট্রাকটি বন্দর অভ্যন্তরে অবস্থান করছে।কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত ছাড়করণ করা হচ্ছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী মো: ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালেয় আবেদন করে। এ পর্যন্ত ৮ জন আমদানিকারক ৩৬০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হয়। এরপর ৬ মাস কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৫৪ | শুক্রবার, ২৪ মে ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com