বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বজনদের খোঁজখবর রাখুন, সন্দেহ হলে আমাদের জানান: মেয়র আতিকুল

  |   বৃহস্পতিবার, ০২ মে ২০১৯ | প্রিন্ট

স্বজনদের খোঁজখবর রাখুন, সন্দেহ হলে আমাদের জানান: মেয়র আতিকুল

স্বজনদের খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কে কোথায় আছে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন সময় এসেছে, কারও বিষয়ে সন্দেহ থাকলে বা হলে সেই তথ্য আমাদেরকে জানাতে হবে।

বৃহস্পতিবার  রাজধানীর গুলশানে ‘জঙ্গিবাদ বিরোধী’ একটি র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যেখানে বাস করি তার আশেপাশের অবস্থা কী, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বনানী সোসাইটি, গুলশান সোসাইটি একইসঙ্গে কাজ করছে। এভাবে দেশের সব জায়গায়, ইউনিয়ন পর্যায়েও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের আয়োজিত এ র‌্যালিতে সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুর রাজ্জাক।

র‌্যালিতে গুলশান বিভাগের অধীন সব থানার পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি গুলশান থানা চত্বরে সামনে থেকে শুরু হয়। পরে র‌্যালিটি গুলশান ইয়ুথ ক্লাব ঘুরে আবার থানা চত্বরে এসে সম্পন্ন হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৫০ | বৃহস্পতিবার, ০২ মে ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com