রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাভারের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষনর আসামী শরণখোলায় র‌্যাবের হাতে গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম   |   শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

সাভারের চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষনর আসামী শরণখোলায় র‌্যাবের হাতে গ্রেফতার
শরণখালা (বাগরহাট) প্রতিনিধি : বাগরহাটর শরণখালায় পালিয়ে থাকা ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকায় চাঞ্চল্যকর গহবধূ ধর্ষন মামলার প্রধান আসামী মোসলম মোল্লা (৪০) কে গ্রেফতার করছে ব্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর একটি দল। শুক্রবার রাত ৮টার সময় উপজেলা সদরের রায়েন্দা বাজার ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মোল্লা সাভার উপজেলার আমিন বাজার এলাকার মৃত শফি উল্লাহ ওরফে শফিক ড্রাইভারের ছেলেে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ বদরুদ্দাজা জানান, সাভারের পাঁচকানি কাউদিয়া এলাকার এক কলেজ ছাত্রী ও গৃহবধূ ঢাকার মিরপুর-১ নম্বর একটি কসমেটিক্সের দোকানে চাকুরি করেন। গত ২৭ জানুয়ারি ওই গৃহবধূ দোকান থেকে বাড়ি ফেরার পথে রাত প্রায় সাড় ১০টার সময় বেগুনবাড়ি গুদারাঘাট থেকেে পাঁচকানিঘাট কাউদিয়া যাওয়ার জন্য একটি ডিঙ্গি নৌকায় ওঠে।
এসময় পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই নৌকায় মোসলেম উদ্দিন মোল্লাও ওঠে। একপর্যায় নৌকার মাঝি সেলিম (৩৮) এর সহযোগীতায় মোসলেম মোল্লা গৃহবধূকে জোর পূর্বক ধর্ষন করে। এঘটনায় ধর্ষিত গৃহবধূ অজ্ঞান হয় পড়ে। পরবর্তীতে নির্ধারিত সময় গৃহবধূ বাড়ি না ফেরায় তার স্বামী ও অন্যান্য অত্মীয় স্বজন অপর একটি ডিঙ্গি নৌকা নিয়ে খোজাখুজি করে গভীর রাতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চিকিৎসা করান। ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যর সষ্টি করে।
এব্যপারে ওই গৃহবধূ বাদি হয়ে গত ২৮ জানুয়ারি সাভারে মডেল থানায় একটি মামলা করেন। এরপর থেকে আসামী মোসলম মোল্লা পালিয়ে থাকে। র‌্যাবের একটি গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে প্রধান আসামী মোসলেম মোল্লাকে শরণখোলার রায়েন্দা বাজারের ফেরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষনের ঘটনা স্বীকার করেছেন। তাকে সাভার থানায় হস্তান্তর করা হবে বলেে তিনি জানান।
Facebook Comments Box
advertisement

Posted ১৩:২৬ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com