বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

  |   রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

1 (13)
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : সিরাজগঞ্জে দৈনিক সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি রবিবার দুপুর ২টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা।

বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বিডিনিউজটোয়েন্টিফোর.কমের গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, এটিএন বাংলার গাজীপুর জেলার স্টাফ রিপোর্টার মোঃ মাজহারুল ইসলাম মাসুম, ৭১ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ ইকবাল আহম্মেদ সরকার, দেশ টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক মোকছেদুল আলম লিটন, এমএ ফিরোজ লাভলু , দৈনিক সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন প্রমুখ।

একই দাবিতে সকাল ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের সামনে শ্রীপুর রিপোর্টার্স ইউনিট, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হান্নান, শ্রীপুর রিপোর্টাস ইউনিটিরর সভাপতি আবুবক্কর সিদ্দিক সোহলে আকন্দ, সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ সুমন, দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন।

সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় মাববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবদুল লতিফ মাস্টার, শাহীন আকন্দ, ফজলে মুমিন আকন্দ, হাফেজ আবদুল আজিজ, রেজায়ুল করিম সোহাগ, জামাল উদ্দিন, এমদাদুল হক, রাতুল মন্ডল, আরিফুল ইসলাম খান, রাজিবুল হাসান প্রমূখ।

শ্রীপুরের কর্মসূচিতে সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে সাংবাদিক শিমুলের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, অতীতে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার না হওয়ায় সন্ত্রাসী-দুর্বৃত্তরা বেপরোয়া হয়েছে। বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মামলা, হামলা, নির্যাতন, হয়রানির শিকার হতে হয়। তারপরও সাংবাদিকরা দেশ, জাতি ও সমাজের অসংগতি, ত্রুটি, বিচ্যুতি তুলে ধরে মানুষের অভাব-অভিযোগের কথা প্রকাশ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৪ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com