শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

  |   শুক্রবার, ১০ আগস্ট ২০১৮ | প্রিন্ট

সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের ওপর হামলা করা দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে একদল গণমাধ্যমকর্মী।

শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘আমরা গণমাধ্যমকর্মী’ ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর পারভেজ খান বলেন, ‘আমরা সব সময়ই চাই সাংবাদিকদের উপর হামলার সুনির্দিষ্ট একটা বিচার হোক। আজ পর্যন্ত এ ধরণের ঘটনার কোনো বিচার আমরা পাইনি। এসব ঘটনা অনেক সময় আপোষ বা দুঃখ প্রকাশ এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বিচার না হওয়ার কারণে আজ এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’

তিনি বলেন, ‘যারা হামলাকারী, তারা পুলিশ নাকি কোনো দলীয় সংগঠনের কর্মী সেটা আমাদের কাছে মুখ্য নয়। আমি মনে করি যারা আমাদের উপর হামলা করেছে, আমাদের পেশাগত কাজে বাধা দিয়েছে, তাদেরকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী হিসেবে দেখা হোক।’

পারভেজ খান বলেন, ‘যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের দলীয় পরিচয় যাই হোক না কেন, আমি আশাবাদী সরকার এখানে একটা স্বদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাবে এবং খুব দ্রুত তাদের গ্রেপ্তার করবে। কিন্তু গ্রেপ্তারের নামে কাউকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়ে সরকারকে সচেতন হতে হবে।’

মানববন্ধনে দীপ্ত টিভির বিশেষ প্রতিবেদক বায়েজিদ আহমেদ বলেন, ‘আন্দোলনের সময় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, উস্কানি দিয়েছে তাদের যেমন আইনের আওতায় আনা হয়েছে তেমনি যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদেরও আনা হোক।’

বায়েজিদ আহমেদ বলেন, ‘গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যদি সদিচ্ছা থাকে, তাহলে খুব সহজেই এসব সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারবে। আমরা চাই এ ক্ষেত্রে সরকার তাদের আন্তরিকতা দেখাবে।’

মানববন্ধনে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ, মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাহেদ সেলিম, প্রথম আলোর ফটোগ্রাফার সাজিদ হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:১৫ | শুক্রবার, ১০ আগস্ট ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com