বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত প্রয়াত চিত্রনায়ক ফারুক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ মে ২০২৩ | প্রিন্ট

শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় সিক্ত প্রয়াত চিত্রনায়ক ফারুক

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুককে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

 

আজ (১৬ মে) বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তাঁর মরদেহ। শুরুতে রাষ্ট্রপতির পক্ষের শ্রদ্ধা নিবেদন করেন লে. কর্নেল সৈয়দ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পিএসসি, এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং সব শেষ স্পীকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ক্যাপ্টেন এম এম নাইম রহমান।

এরপর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের উন্মুক্ত করা হয়। সেখানে বেলা বেলা পৌনে ১ টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলে। এরপর সেখান থেকে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এফডিসিতে নেওয়া হয়।

 

জানা গেছে, সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্টরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর গুলশান আজাদ মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ সন্ধ্যা ৭টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া দক্ষিণ সোম গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

 

জানাজা শেষে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা আজগর হোসেন পাঠানের পাশে শায়িত হবেন এই কিংবদন্তি অভিনেতা।

 

এর আগে, স্থানীয় সময় আজ ভোর ৫টা ৪০ মিনিটে এক বিশেষ ফ্লাইটে নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭টা ৪০ মিনিটের তার মরদেহ দেশে পৌঁছায়।

 

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তিনি জিবিএস নামে বিরল নিউরোলোজিক্যাল রোগে ভুগছিলেন। টানা দেড় বছর চিকিৎসা শেষে অবশেষে মারা গেলেন দেশের এ কিংবদন্তি অভিনেতা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com