বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে শেখ হাসিনার হোটেলের সামনে বিএনপি’র বিক্ষোভ : আটক ১

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

লন্ডনে শেখ হাসিনার হোটেলের সামনে বিএনপি’র বিক্ষোভ : আটক ১

নিজস্ব প্রতিবেদক 

বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো লন্ডনে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে দিনভর বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর দাবীতে প্রবাসের মাটিতে বৃহৎ এ সংগঠন বিক্ষোভ এবং কালো প্রতাকা প্রর্দশন করে। বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা কালো পতাকা, প্ল্যাকার্ডসহ ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পার্লামেন্টের সামনের পার্কে জড়ো হতে থাকেন।

সেখান থেকে মিছিল সহকারে দুপুর দেড়টায় সেন্ট জেমস কোর্ট এলাকার তাজ হোটেলের সামনে আসে। বিএনপির নেতাকর্মীরা যখন তাজ হোটেলের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা স্লোগান শুরু করলে উত্তেজনা দেখা দেয়। বিপুল সংখ্যক মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে। এসময় দেওয়ান আব্দুল বাসিত,  যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আওয়ামী লীগ নেতাদের দিকে ডিম নিক্ষেপ করেন। পরে আরো একটি ডিম নিক্ষেপ করতে গেলে পুলিশ তাকে আটক করে। এরপর হোটেলের সামনে ও রাস্থার মাঝে প্রায় অর্ধশত পুলিশ সতর্ক অবস্থান নেয়। দিনভর টানটান উত্তেজনা আর মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে পড়ে হোটেল ও আশপাশ এলাকা। উত্তেজনার মাধ্যদিয়ে লন্ডনে ৪ দিনসহ ১৬ দিনের সফর শেষ হয় প্রধানমন্ত্রীর।

এসময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, নিশি রাতের অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন ও আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানোর দাবীতে আমাদের এ বিক্ষোভ।

আমরা পরিস্কার জানিয়ে দিতে চাই, আর কখনও নিশি রাতে ভোট ডাকাতির সুযোগ দেয়া হবে না। আমাদের নেত্রীর বিরুদ্ধে আর কুরুচিপূর্ণ বক্তব্য দিলে আমরাও বসে থাকবো না, আমাদের কাছে রেন্টুর লেখা বই রয়েছে, আমরা সব জানি। তিনি বলেন,অনতিবিলম্বে বিএনপির নেতা এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ সকল গুম হওয়া নেতাকর্মীদেক ফিরিয়ে দিতে হবে, নইলে এর পরিণামের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ সময় আর বেশি বাকি নেই।

যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, আমাদের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা, এটা কোনো সুস্থ মানুষ দিতে পারে না।কারণ উনার মাথা এখন ঠিক নাই, ক্ষমতা চলে যাওয়ার ভয়ে উল্টাপাল্টা বলছেন। তিনি প্রশ্ন রেখে বলেন,তাঁর(প্রধানমন্ত্রীর) বয়স কত হয়েছে? নভেম্বরের ভিতরে ক্ষমতা ছাড়তে হবে। না হলে ক্ষমতা থেকে টেনে নামানো হবে।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ  বলেন, দেশ এখন মাফিয়া চক্রের কবলে, দেশে গুম-খুন আর লুটপাটের উৎসব চলছে। সময় থাকতে ক্ষমতা হস্থান্তর করে বিদায় না নিলে এর জন্য পস্তাতে হবে।

বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া যুক্তরাজ্য স্বেচ্ছাসবক দলের নেতা কর্মীরা

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আখতার হোসেন, মুজিবুর রহমান মুজিব, সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, কামাল উদ্দিন, তাজ উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, আবুল হোসেন, অজ্ঞনা আলম, জাহানারা আখতার শিমলা, এম এ সালাম, ইকবাল আহমেদ, হেভেন খান, দেওয়ান নিয়াজ, রহিম উদ্দিন, সোয়ালিহিন করিম চৌধুরী, আফজল হোসেন, জুল আফরোজ, নুরুল আলী রিপন, জাহাঙ্গীর আহমদ শিমু, জিয়াউর রহমান, জাহেদ আহমদ তালুকদার, আজিম উদ্দিন, সিদ্দিকুর রহমানসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলাদল, জাসাস, আইনজীবি ফোরাম অঙ্গসহযোগি সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) আজ লন্ডন সময় রাত ৯টা ১০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি ৪ অক্টোবর বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী’ সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকালীন বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী, এসময় তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের শূন্যপদ পূরণ করতে বলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৬ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com