মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্মিংহামে সহকারী হাইকমিশন র উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত 

  |   শুক্রবার, ১১ মার্চ ২০২২ | প্রিন্ট

বার্মিংহামে সহকারী হাইকমিশন র উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত 
নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম  : বার্মিংহাম থেকে আমাদের সহকর্মী ওবায়দুল কবীর খোকন জানান,  বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে হাই কমিশনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় । বাংলাদেশের সহকারী হাইকমিশন বার্মিংহামের সহকারী হাই কমিশনার আলীমুজ্জামান সভাপতিত্বে হাই কমিশনের প্রথম সচিব স্বর্ণালী চন্দার উপস্থাপনায় কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা ।
সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন করে শ্রদ্ধা জানান সহকারী হাই কমিশনারসহ আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা অনুষ্টানে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মিডল্যান্ড আওয়ামীলীগ সভাপতি হিফজুর রহমান খান, ওয়াসিমুজ্জামান, বার্মিংহাম শ্রমিক লীগ সভাপতি রহমত আলী, সিরাজুল ইসলাম তসনু, ডা: খালিকসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে হাই কমিশনার আলীমুজ্জামান বলেন,  ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতিকে সংঘবদ্ধ হতে সহায়তা করেছিল, ৭ মার্চে রেসকোর্স থেকে বঙ্গবন্ধুর ঘোষণা না আসলে হয়তো এতো অল্প সময়ের মধ্যে প্রতিরোধ ও জেগে ওঠার মানসিকতা গড়ে উঠতো না। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণমানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে সেই মহাকাব্য। ৭ই মার্চের ১৯ মিনিটের সুমধুর ভাষণটি বিশ্বের ১২টি ভাষায় অনুদিত হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ২২:৩৫ | শুক্রবার, ১১ মার্চ ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com