রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফ্রান্সে বিএনপির দ্বিতীয় বিক্ষোভ সমাবেশ!

  |   শুক্রবার, ১২ নভেম্বর ২০২১ | প্রিন্ট

ফ্রান্সে বিএনপির দ্বিতীয় বিক্ষোভ সমাবেশ!

সৈয়দ মুন্তাছির রিমন-প্যারিস(ফ্রান্স) থেকে: ‘যেখানে শেখ হাসিনা সেখানেই বিক্ষোভ‘শ্লোগান বা মন্ত্রে দীক্ষিত হয়ে প্রবাসের বিভিন্ন দেশে বাংলাদেশী কমিউনিটির একাংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র নেতারা প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি পালন করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ফ্রান্সে সফরকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের সমাবেশ শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ঘটিকায় প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাখা কর্তৃক বিক্ষোভ সমাবেশ অনুষ্টান সফল ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে।

ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা বর্তমান সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলে মিছিলে কম্পিত করে তোলে পুরো এলাকা।

এসময় গো বেক, গো বেক শেখ হাসিনা গো বেক, স্বৈরাচার শেখ হাসিনা, ভোট চোর শেখ হাসিনা গো বেক, গো বেক, আর নয় শেখ হাসিনা গো বেক গো বেক শ্লোগানে প্রতিবাদ জানায়।

এতে বক্তারা বলেন আওয়ামীলীগ সরকার হলো মধ্যরাতের সরকার। এই দেশ একটি পুলিশী রাষ্ট্র। আজ বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। এই সরকার তাবেদার রাষ্ট্র কায়েম করেছে। আমরা জাতি সংঘের পরিচালনায় সুষ্ট জাতীয় সংসদ নির্বাচন চাই।

আওয়ামীলীগ সরকার শুধু গণতন্ত্রকে নয়, মানুষকেও হত্যা করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মানুষ হত্যা করে দেশে রাজতন্ত্র কায়েম করার চেষ্টা করছে। দেশে কথা বলার কোন বাক স্বাধীনতা নেই। তবে ফ্রান্সে কথা বলার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। যারা আমাদের ফ্রান্সের বিক্ষোভ সমাবেশের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে ছিলেন তাদের বলছি, এটি আপনাদের অবৈধ ফ্যাসিবাদী রাষ্ট্র নয়। ফ্রান্স মানবতার রাজধানী। এখানে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। বাংলাদেশের মতো রাষ্টে অধিকার কেড়ে নেয়া হয় না।

তারা আরো বলেন বাংলাদেশের স্বাধীনতায় শুকুনের চোখ পড়েছে। তাই এই জাতিকে উদ্ধারকল্পে সবাইকে একত্রিত হতে হবে। আমরা সিপাসী বিদ্রোহীর মাধ্যমে যেমন বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছি আজ নবযুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একই ভাবে অংগ্রহন করতে হবে। যতদিন অবৈধ শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে ততদিন বিএনপির আন্দোলন ও সংগ্রাম চলবে।

সাধারন সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান সায়েম, বিশেষ অতিথী বিএনপি কেন্দ্রীয় সদস্য আব্দুল মালেক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, ইতালী বিএনপি সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, ফ্রান্স, সহসভাপতি এম এ রহিম, মাহবুব আলম রাঙ্গা, রুহুল আমীন, আবদুল রশিদ পাটওয়ারী, সিনিয়র যুন্ম সম্পাদক কবির পাটওয়ারী, যুগ্ম সম্পাদক এমএ কায়ছার, রেজাউল করিম, সৈয়দ রেজাউজ জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বাণিজ্য ও বিনিয়োগ সম্পাদক ফারুক আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ মালেক, প্রচার সম্পাদক শ্যামল দাস সানী, ফ্রান্স বিএনপি নেতা ইলিয়াস কাজ ও যুবদলের নেতা-কর্মী প্রমূখ।

এই বিক্ষোভ সমাবেশে ইউরোপের ইউকে, গ্রীস, ইতালী, জার্মান, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৯ | শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com