শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফাঁসি স্থগিতের আদেশ অস্বাভাবিক’

  |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

court
 

ঢাকা: রাতের বেলা হঠাৎ করে ফাঁসি কার্যকরে স্থগিতাদেশ দেয়াকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন অতিরিক্ত এটর্নি জেনারেল এমকে রহমান। তিনি বলেছেন, ‘আমি বা এটর্নি জেনারেলকে নোটিশ না করেই কিছু না জানিয়েই এটা করা হয়েছে।’ আগামীকাল আদালতে গিয়ে তারা এ ব্যাপারে শুনানিতে অংশ নেবেন বলে জানান।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় ধানমণ্ডির ১০/এ ৪৮নং এ নিজ বাসায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
এর আগে রাত রাত ১০টা ২০ মিনিটে চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আদেশ আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করেন।
এর প্রতিক্রিয়ায় এমকে রহমান বলেন, ‘সংবাদ মাধ্যমে টিভি দেখে আমি বিষয়টি জানলাম। আমি বা এটর্নি জেনারেলকে এ ব্যাপারে কোনো নোটিশ  করা হয়নি। আমাদের সাথে তাদের কোনো মিটিং বা আলোচনা বা কোনো ধরনের যোগাযোগ হয়নি। কাল আমরা কোর্টে যাবো এবং পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করবো।’
এ আদেশ সঠিক হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘রাষ্ট্র এখানে অ্যাপিলেট। আমাদের আপিলেই কিন্তু তার মৃত্যুদণ্ড হয়েছে। সুতরাং আসামিপক্ষের কোনো আবেদন বিবেচনার আগে আমাদের জানানো উচিৎ ছিল।’
আবেদন করার সময় আপনি বা এটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, আসামিপক্ষের আইনজীবীরা এমন অভিযোগ করেছেন- এ প্রসঙ্গে এমকে রহমান বলেন, ‘আমি কোনো ফোন পাইনি। এটর্নি জেনারেল ইউনাইটেড হাসপাতালে ছিলেন। আমরা এ আদেশ নিয়ে আদালতে ফাইট করবো।’
কাদের মোল্লার ফাঁসির রায় রিভিউ করার সুযোগ আছে কি না এ নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষে দ্বিমত আছে।  আইনপ্রতিমন্ত্রী বলছেন, রিভিউ পিটিশন করার সুযোগ নেই। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা বলছি, আমাদেরও একই অভিমত। এটা স্পেশাল আইন। এখানে সুপ্রিমকোর্ট অ্যাপিলেট ডিভিশন হিসেবে কাজ করছে। সুতরাং এ বিচারের ক্ষেত্রে সংবিধানের ১০৩ ধারা কার্যকর নয়।’
তড়িঘড়ি করে রায় কার্যকর করা হচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন অতিরিক্ত এটর্নি জেনারেল। তিনি আইনপ্রতিমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য সাত দিন সময় ছিল। কিন্তু কাদের মোল্লা বলেছেন তিনি প্রাণ ভিক্ষা চাইবেন না।’
আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় স্থগিতাদেশের মেয়াদ শেষ হবে এর পর ফাঁসি কার্যকর করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কালকে শুনানির পর আদালত যদি স্টে অর্ডার (স্থগিতাদেশ) এক্সটেন্ড (বর্ধিত) না করেন তাহলে অবশ্যই রায় কার্যকর করা হবে।’
হঠাৎ করে ফাঁসি স্থগিত করার আদেশ স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করছেন কি না- এমন প্রশ্নে এমকে রহমান বলেন, ‘এটা অস্বাভাবিক পরিস্থিতিতে হয়েছে। রাতে বেলা আদালত আদেশ দিয়েছেন।’

Facebook Comments Box
advertisement

Posted ১৮:৪৮ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com